27 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » বুড়িগঙ্গা নদীতে ডুবে সেলসম্যানের মৃত্যু

বুড়িগঙ্গা নদীতে ডুবে সেলসম্যানের মৃত্যু

বুড়িগঙ্গা নদীতে ডুবে সেলসম্যানের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীতে বুড়িগঙ্গা নদী ট্রলারে পার হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে ডুবে রাকিবুল ইসলাম ফাহিম (২৩) নামের এক সেলসম্যানের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে বরিশুর নৌ-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

মৃত ফাহিম কেরানীগঞ্জ মডেল থানার ব্রাহ্মণকিত্তা মাদারীপুর এলাকার শাহজাহান মিয়ার পুত্র। সে রাজধানীর চকবাজার এলাকায় একটি কসমেটিকের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করত।

বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বরিশুর ঘাট থেকে ফাহিম ট্রলারে করে তার কর্মস্থল চকবাজার যাওয়ার সময় সোয়ারিঘাটের কাছাকাছি আসলে প্রবল ঢেউয়ের কারণে শরীরের ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সদরঘাট ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ