14 C
আবহাওয়া
৮:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » চকরিয়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

চকরিয়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে মন্দির থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় আরমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) সকালে বরইতলী পহরচাঁদা মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়কের পাশে স্থানীয় পথচারীরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মৃতদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

মৃতদেহটি চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে উত্তর কাহারিয়া ঘোনা-খোন্দকার পাড়া এলাকার মো. জকরিয়ার ছেলে মোহাম্মদ আরমান(২৩) । সে পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল জাব্বার জানান, প্রাথমিকভাবে মরদেহ শনাক্ত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। মরদেহের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরবর্তীতে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ