21 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় একদিনে আক্রান্ত ৬০৩, মৃত্যু ৩

চট্টগ্রামে করোনায় একদিনে আক্রান্ত ৬০৩, মৃত্যু ৩


বিএনএচট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ( বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষায় করোনা রোগে আক্রান্ত হয়েছে ৬০৩ জন। আক্রান্তদের মধ্যে নগরে ৪৩৬ জন এবং উপজেলায় ১৬৭ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ২৯৯ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে নগরে ২ জন এবং উপজেলায় ১ জন মৃত্যুবরণ করেছে। শনিবার (১০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষায় ৭১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৭১টি নমুনা পরীক্ষায় ২০৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৯৯টি নমুনা পরীক্ষায় ৫৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২২০টি নমুনা পরীক্ষায় ৭৩ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষা ৫৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮৯টি নমুনা পরীক্ষায় ২৯ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষায় ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২০টি নমুনা পরীক্ষায় ৯ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ নমুনা পরীক্ষায় ৪০ জন এবং এন্টিজেনে ৮৮টি নমুনা পরীক্ষায় ৩৪ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলায় ১৬৭ জনের মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারায় ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০২ জন, বোয়ালখালী ১০ জন, রাঙ্গুনিয়া ১৯, রাউজান ২৮ জন, ফটিকছড়ি ২০ জন, হাটহাজারী ২০ জন, সীতাকুণ্ড ২৬ জন, মিরশ্বরাই ৩৬ জন ও সন্দ্বীপ ০৪ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬০৩ জন বেড়ে করোনা রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৯৯ জন। যাদের মধ্যে নগরে ৪৯ হাজার ৭১৮ জন এবং উপজেলায় ১৪ হাজার ৫৮১ জন। একই সময় করোনা রোগে ৩ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ৭৫৭ জন। যাদের মধ্যে নগরে ৪৯০ জন এবং উপজেলায় ২৬৭জন।

বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ