24 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত দুই

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে নিয়ে যায় বলে জানিয়েছেন দোহাজারী স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেন। তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার  হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর মোজাহের পাড়া বরুমতি রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পথে অবস্থার অবনতি হলে তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা কালাম জানান, গুরুতর আহত ওই বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ট্রেনে ধাক্কায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি।বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানার ওসিকে অভিহিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে একজন মৃত্যুর ঘটনা আছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এখনো ওই ব্যক্তির পরিচয় পাইনি।

বিএনএ/নাবিদ,এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ