বিএনএ, ঢাকা : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ( ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ দুষ্কৃতকারীরা হ্যাক করেছে। বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সব সাইবার টিম উক্ত পেজটি পুনরুদ্ধারে কাজ করছে।
পেজটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত উক্ত পেজে কোন ম্যাসেজ আদান-প্রদান থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করে আসলাম উদ্দিন বর্তমানে ওই পেজের যেকোনো পোস্ট এড়িয়ে চলতে পরামর্শদেন গ্রাহকদের।উল্লেখ্য, ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী দুই প্রতিষ্ঠানের মধ্যে ডেসকো একটি।
উল্লেখ্য, ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী দুই প্রতিষ্ঠানের মধ্যে ডেসকো একটি।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 194