26 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বিদ্যুৎ বিভাগের ওপর খেপলেন শ্রীলেখা

বিদ্যুৎ বিভাগের ওপর খেপলেন শ্রীলেখা

শ্রীলেখা

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই হন খবরের শিরোনাম। এবার এই অভিনেত্রীর রোষানলে পড়ল ভারতীয় বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিল দেখে মাথায় বাজ পড়ল তার। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা নিজেই জানিয়েছেন।

নিজের স্ট্যাটাসে তিনি লিখেছেন, এ মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯ হাজার ৭৪০ টাকা।

এদিকে এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে শ্রীলেখা জানান, ‘আমি মানছি আমাদের বাড়িতে অনেকক্ষণ এসি চলে, কিন্তু তাই বলে প্রায় ১০ হাজার টাকা বিল আসা অস্বাভাবিক। আমি এর আগেও দিয়েছি ৫ হাজার, ৬ হাজার টাকা বিল। তাই বলে এই টাকাটা আমি ভাবতে পারছি না। আমার তো কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই যে টাকা দিয়ে যাবে। আমি অবিলম্বে কোম্পানিতে অভিযোগ জানাব।’

এদিকে শ্রীলেখার ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সহমত প্রকাশ করেছেন। আবার অনেকে পোষণ করেছেন দ্বিমত। তাদের মতে, এই সময়ে যা বিল এসেছে তা স্বাভাবিক।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ