30 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বাবর আজমের অনন্য রেকর্ড

বাবর আজমের অনন্য রেকর্ড

বাবর আজম

বিএনএ ডেস্ক: মাত্র ২৩ রানের জন্য আক্ষেপটা হয়তো রয়েই গেল। ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছেন বাবর আজম। তবে অনন্য আরেক রেকর্ড ঠিকই গড়ে ফেলেছেন পাকিস্তান অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে টানা সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস এখন তার দখলে। ভেঙে ফেলেছেন পাকিস্তানেরই কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের রেকর্ড।

শুক্রবার (১০ জুন) মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯৩ বলে ৭৭ রান করেন আউট হন বাবর। তিন সংস্করণ মিলিয়ে এটি তার টানা নবম হাফ সেঞ্চুরি।

গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে দ্বিতীয় ইনিংসে খেলেন ম্যাচ বাঁচানো ১৯৬ রানের অসাধারণ ইনিংস। লাহোরে পরের টেস্টে দুই ইনিংসে করেন যথাক্রমে ৬৭ ও ৫৫ রান।

পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে তার রান ছিল ৫৭, ১১৪ ও অপরাজিত ১০৫। একমাত্র টি-টোয়েন্টিতে করেন ৬৬ রান।

এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম প্রথম দুই ওয়ানডেতে করলেন ১০৩ ও ৭৭।

১৯৮৭ সালের ২৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত টানা ৮ ওয়ানডে ইনিংসে পঞ্চাশ ছুঁয়ে এতদিন রেকর্ডটি ছিল জাভেদ মিয়াঁদাদের।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ