18 C
আবহাওয়া
১২:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » গাঁজাসহ পুলিশের হাতে ইবির দুই শিক্ষার্থী আটক

গাঁজাসহ পুলিশের হাতে ইবির দুই শিক্ষার্থী আটক

গাঁজাসহ পুলিশের হাতে ইবির দুই শিক্ষার্থী আটক

বিএনএ, ইবি : গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২ শিক্ষার্থী। আটককৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের স্নাতক ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তনু শিকদার ও একই বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা রিফাত।

শুক্রবার (১০ জুন) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের বাহিরে প্বার্শবর্তী স্থান থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।  আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদ ও আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

এসময় ঘটনা স্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহবুব আলম, সিকিউরিটি অফিসার রোজদার আলী রূপমসহ অন্যান্যরা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী মাদকদ্রব্যসহ ইবি থানা পুলিশের হাতে আটক হয়েছে ঘটনাটি আমি শুনেছি। মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাহিরের ঘটনা এব্যাপারে পুলিশ প্রশাসন তাদের যে আইনী ব্যবস্থা সেটা নিবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আমরা ক্যাম্পাস খুললে সর্বোচ্চ প্রশাসনের সাথে বসে সিদ্ধান্ত জানাতে পারবো।’

এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

বিএনএ/ তারিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ