বিএনএ, বিশ্বডেস্ক : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক দাবি করেছেন ,ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে প্রতিদিন ১০০ থেকে ২০০ জন সেনাসদস্যকে হারাতে হচ্ছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে সামরিক শক্তির ভারসাম্য আনতে ইউক্রেনের এখন শত শত পশ্চিমা অস্ত্র ও আর্টিলারি সিস্টেমের প্রয়োজন। মস্কোর সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে কিয়েভ প্রস্তুত নয় বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, রাশিয়ার গোলাবর্ষণ ঠেকাতে এবং তাদের শক্তির সঙ্গে পাল্লা দিতে বিভিন্ন পাল্লার রকেট ছুঁড়তে সক্ষম এমন অন্তত ৩০০ সমরাস্ত্র দরকার।
তিনি আরও বলেন, ‘রুশ বাহিনী সামনের দিকে অ-পারমাণবিক সবকিছু নিক্ষেপ করেছে। এর মধ্যে ভারী কামানের গোলাবর্ষণ, একাধিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা এবং বিমান চলাচলও অন্তর্ভুক্ত রয়েছে।
বিএনএ/ ওজি