28 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে একদিনে ৬ হাজারের বেশি মৃত্যু

ভারতে একদিনে ৬ হাজারের বেশি মৃত্যু

মরদেহ

বিএনএ, ডেস্ক : করোনা ভাইরাসে রীতিমত বিপর্যস্ত ভারত। কয়েকদিন ধরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও ফের একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের  দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ হাজার ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১ জন।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৬৭৬ জনে দাড়িয়েছে।

এ ছাড়া নতুন করে অ্যাকটিভ কেস কমেছে প্রায় ৫৫ হাজারের কাছাকাছি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ১২ লক্ষের নিচে। আপাতত অ্যাকটিভ কেস ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। ইতিমধ্যেই ভারতে ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জনকে টিকা দেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ