18 C
আবহাওয়া
১২:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে প্রতি মিনিটে মারা যাচ্ছে ৪ জন!

ভারতে প্রতি মিনিটে মারা যাচ্ছে ৪ জন!

ভারতে প্রতি মিনিটে মারা যাচ্ছে ৪ জন!

বিএনএ ডেস্ক : ভারতে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।প্রতি মিনিটে মারা যাচ্ছে ৪ জন। গত ২৪ ঘন্টায় একদিনে দেশটিতে ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে।  করোনার কারণে একদিনে এর আগে এত মৃত্যু দেখেনি ভারত। এ সময়ে নতুন করে ৯৪ হাজার ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানায় এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জনে।  আক্রান্ত ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে বিহারে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু দেখানো হয়েছে।এখানে  মৃত্যুর হার বেড়ে ৭২.৮৪ শতাংশ। এতে ভারতের মৃত্যু সংখ্যা একলাফে তিন গুণ হয়েছে। এই সংখ্যা বাদ দিলে দেশে দৈনিক মৃত্যু কিন্তু দুই হাজারের আশপাশেই রয়েছে।

মৃত্যুর পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, গত তিন ধরে মৃত্যু দুই থেকে আড়াই হাজারের মধ্যেই ছিল। বিভিন্ন রাজ্যে গত কয়েক দিনে যে সংখ্যক মৃত্যু হচ্ছিল, বৃহস্পতিবারও সংখ্যাটা তার আশপাশেই রয়েছে। কিন্তু পরিবর্তন হয়েছে শুধু বিহারে মৃতের সংখ্যায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ