19 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » রোনালদোর গোলে উড়ে গেল ইসরায়েল

রোনালদোর গোলে উড়ে গেল ইসরায়েল

রোনালদো

স্পোর্টস ডেস্ক: ব্রুনো ফার্নান্দেস জোড়া গোল করার পাশাপাশি দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে করালেন এক গোল। পর্তুগালও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারল দাপুটে জয়ে। প্রীতি ম্যাচে ইসরায়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা।

নিজেদের মাঠে কান্সেলোর পাসে ৪২তম মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন ফার্নান্দেস। এর দুই মিনিট পর রোনালদোর গোল অ্যাসিস্ট করলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফার্নান্দো সান্তোসের দল।

পর্তুগাল বাকি গোল দুটি করে ম্যাচের অন্তিম সময়ে। ৮৬তম মিনিটে গনসালো গুয়েদেসের পাসে দলকে তৃতীয় গোল এনে দেন কান্সেলো। নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে নিজের তৃতীয় গোল করেন ফার্নান্দেস। ইউরোর শিরোপা ধরে রাখার অভিযানে পর্তুগাল আসরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে হাঙ্গেরির, মঙ্গলবার।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ