বিএনএ, বিশ্ব ডেস্ক: পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণে ভারতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার নিহত হয়েছেন। ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এ তথ্য জানান। খবর এনডিটিভির।
শনিবার (১০ মে) সকালে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ওমর আব্দুল্লাহ এ তথ্য জানিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেন, গতকালই উপ মুখ্যমন্ত্রী ও সেই কর্মকর্তা একটি অনলাইন সভায় যোগ দেন। সেই সভায় আমি সভাপতিত্ব করেছি। আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে। গোলার আঘাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।
তিনি আরও লিখেন, এই ভয়াবহ প্রাণহানির জন্য আমার শোক ও দুঃখ প্রকাশ করার মতো কোনও ভাষা আমার নেই। তার আত্মার শান্তি কামনা করি।
অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা ভারত শাসিত কাশ্মীরের কর্মরত ছিলেন। তিনি বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারের আস্থাভাজন কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে বিজেপির নেতারা শোক জানিয়ে এক্স-এ পোস্ট দিয়েছেন।
এদিকে শনিবার (১০ মে) ভোরে ভারতে বড় ধরনের সামরিক আঘাত হেনেছে পাকিস্তান। বিমানঘাঁটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এ হামলায় প্রথমবারের মতো ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান।
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে নেই।
পাকিস্তান বলেছে, মঙ্গলবার মধ্যরাতে (৬ মে) ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। এরপরও সংযম রক্ষা করে তারা। কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে।
বিএনএনিউজ/ বিএম