22 C
আবহাওয়া
১০:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সাকিব করোনা পজিটিভ, খেলবেন না প্রথম টেস্টে

সাকিব করোনা পজিটিভ, খেলবেন না প্রথম টেস্টে

সাকিব করোনা পজিটিভ

বিএনএ, স্পোর্টস ডেস্ক :  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঈদের ছুটি কাটিয়ে গতকাল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।  মঙ্গলবার (১০ মে) করোনা পরীক্ষায় পরপর দুইবার পজিটিভ হয়েছেন তিনি।

করোনা হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে  ১৫ মে অনুষ্ঠেয় চট্টগ্রাম টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র।

গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন। এরপর নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁর যাওয়ার কথা ছিল না। অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও শুধু ওয়ানডে খেলেই তিনি দেশে ফিরেছেন পারিবারিক কারণে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ