24 C
আবহাওয়া
৬:১৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত বাইসাইকেল আরোহী নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত বাইসাইকেল আরোহী নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত বাইসাইকেল আরোহী নিহত

বিএনএ,ঢাকা : রাজধানী গুলশানের নতুনবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত পরিচয়( ২৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার পরনে জিন্স প্যান্ট ও সাদা হাফহাতা টি-শার্ট ছিল।মঙ্গলবার (১০ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে দিকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক আবুল কালাম জানান, নতুনবাজার এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় আমার অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় অটোরিকশাচালককে ঢামেক পুলিশ ক্যাম্পে আটকে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ