26 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » ৩০০ আসনে ইভিএমে ভোটের সক্ষমতা নেই: সিইসি

৩০০ আসনে ইভিএমে ভোটের সক্ষমতা নেই: সিইসি

ভোট

বিএনএ ডেস্ক: আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কিনা নির্বাচন কমিশন এখনো সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়া ৩০০ আসনে ইভিএমে নির্বাচন করার সক্ষমতা ইসির নেই বলেও জানান তিনি। আগামী সংসদ নির্বাচন ইভিএমে হবে বলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এমন ইঙ্গিত দেওয়ার তিন দিন পর এমন মন্তব্য করলেন সিইসি।

মঙ্গলবার (১০ মে) নির্বাচনের কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের পর হাবিবুল আউয়াল বলেন, ‘৩০০ আসনে ইভিএমে নির্বাচনের সক্ষমতা কমিশনের নেই। বর্তমানে ১০০টির মতো আসনে ইভিএমে নির্বাচন আয়োজনের সক্ষমতা কমিশনের রয়েছে।’

১০০ আসনে ইভিএমে নির্বাচন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কত আসনে ইভিএমে নির্বাচন হবে কি হবে না, সেসব কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী ইভিএমে নির্বাচনের কথা বলছেন এ নিয়ে ইসি কোনো চাপ অনুভব করছে কিনা এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ইভিএমে ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিতে পারে।

স্বচ্ছ ভোটার তালিকা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে সিইসি ধৈর্য ধরে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ করতে নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ