26 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ল 

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ল 


বিএনএ, মিরসরাই : চট্টগ্রা‌মের মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এ‌তে বাজা‌রের ৪ টি দোকান পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে আশপা‌শের আ‌রো ক‌য়েক‌টি দোকান।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থা‌নিয়‌দের ধার‌ণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ত‌বে সু‌নি‌শ্চিত করতে পা‌রেন‌নি কেউ।

মিরসরাই ফায়ার সার্ভিস ও দোকান মা‌লিকরা জানান, আগু‌নে চারটি দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

দোকানদার নুর উদ্দিন জানান, রাত সা‌ড়ে ১২ টার‌দি‌কে আগু‌নের সূত্রপাত হয়। মূহ‌র্তেই ছ‌ড়ি‌য়ে প‌ড়ে আগুন। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। বড় বড় চারটি মুদি দোকান পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষতিক্ষতি হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাজমুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্টেশন থেকে দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে বলা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/আশরাফ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ