24 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » রাজশাহীতে ২০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

রাজশাহীতে ২০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ


বিএনএ, রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার সয়াবিন ও সরিষা তেল জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে ওই গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে।

সোমবার (৯ মে) রাত সোয়া ৮টার দিকে জেলা পুলিশ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করে।

আটক শহিদুলের বাড়ি বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের চৌখালী গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গুদামে ১০০ ব্যারেল তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল আছে। মোট তেলের পরিমাণ ২০ হাজার ৪০০ লিটার। এর মধ্যে কিছু সরিষার তেল আছে। বাকিগুলো সয়াবিন তেল।

তিনি আরও জানান, অসৎ উদ্দেশ্যে তেল মজুত করে রাখায় গুদামের মালিক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বাগমারা থানায় মামলা করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ