28 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৪, ২০২৩
Bnanews24.com
Home » নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার চিঠি

নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার চিঠি

হাসিনা-মোদি

বিএনএ ডেস্ক, ঢাকা: ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে সৃষ্ট নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।চিঠিতে প্রধানমন্ত্রী বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলে সোমবার (১০ মে) সকালে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেইসবুক পেজে আরও বলা হয়, বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকার করেন শেখ হাসিনা।করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিধ্বস্ত প্রতিবেশী দেশ ভারত।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমিত ও মৃতদের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন।করোনার নজিরবিহীন সংক্রমণে ভারতের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু রোগী মারা গেছেন। ইতোমধ্যে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 179 


শিরোনাম বিএনএ