বিএনএ, সিলেট : সিলেটে সফরে গিয়ে লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি সিলেটের এয়ারপোর্ট থানায় গেলে লালগালিচা বিছানো দেখেন তিনি। আর এটা দেখে তিনি বিরক্তি প্রকাশ করেন।
এ সময় লালগালিচা সরিয়ে নেওয়া নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে নেওয়া হয়।
সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছো? আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারতেছো না।
প্রায় ৩০ মিনিট পর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, সারা দেশে ঘুরে যা দেখছি তাতে পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে, থাকার জায়গা নেই, গাড়ি নেই, খাবারেরও ঘাটতি আছে। শুধু তাদের কাছে সেবা চাইলেই হবে না, তাদের মৌলিক চাহিদা পূরণেও সোচ্চার হতে হবে। আন্দোলনের পর থেকে পুলিশের অনেক গাড়ি, থানা পুড়েছে। একটি নতুন গাড়িও কিনতে পারিনি, অর্থ বরাদ্দ হয়েছে ধীরে ধীরে সেগুলোর ব্যবস্থা হবে।
তিনি বলেন, আপনারা শুধু তাদের (পুলিশ) থেকে চান, কিন্তু তাদের তো দিতেও হবে কিছু। আপনারা এই বিষয়ে কথা বলবেন। তিনি বলেন, অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে। যে যাই বলুক রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে না?
পুলিশের কাছে থেকে আসামিদের ছিনতাই করে নিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলোর ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কথা বলবেন।
এছাড়া যারা আসামি ছিনিয়ে নিচ্ছে, তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এসব ঘটনা আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।
বিএনএনিউজ/এইচ.এম।