বিএনএ, ঢাকা : প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সরকার চলতি মাসের শেষ নাগাদ ‘সাইবার সেফটি অধ্যাদেশ’ গেজেট আকারে প্রকাশ করবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘নীতি নির্ধারকদের দৃষ্টিতে ডিজিটাল অর্থনীতি’ শীর্ষক উপস্থাপনায় এই মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংক এন.এ.-এর কান্ট্রি অফিসার মো. মইনুল হক।
ফয়েজ আহমদ বলেন, ‘আমরা সাইবার সেফটি অধ্যাদেশ নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছি। সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে পরামর্শ করে আমরা সকল উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নিয়েছি। তাই আশা করছি, চলতি মাসের শেষ নাগাদ আমরা একটি নতুন সাইবার সেফটি অধ্যাদেশ প্রণয়ন করতে পারবো।’
‘অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রবৃদ্ধি: নীতি ও প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধকতা অতিক্রম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন, সিটি এশিয়া সাউথ পাবলিক সেক্টর সলিউশনস’র প্রধান রোহিত জামওয়াল, মেটা’র বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান রুজান সরওয়ার, গ্রামোফোন’র সিএফও অটো ম্যাগনে রিসবাক, আন্তর্জাতিক জননীতি ও সরকার সম্পর্ক বিভাগের পরিচালক ইনফান ঝাং, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেব দুলাল রায়।
আলোচনা পর্ব পরিচালনা করেন সিটি ব্যাংক এন.এ.বাংলাদেশের ট্রেজারি ও ট্রেড সলিউশনস বিভাগের পরিচালক ও প্রধান মোহাম্মদ এ. আখের।
বিএনএনিউজ/এইচ.এম।