22 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home »  চীন-মিয়ানমার সীমান্তে বাণিজ্য কেন্দ্র দখল করেছে কেআইএ

 চীন-মিয়ানমার সীমান্তে বাণিজ্য কেন্দ্র দখল করেছে কেআইএ

চীন-মিয়ানমার সীমান্তে বাণিজ্য কেন্দ্র দখল করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)

বিশ্ব ডেস্ক: চীন-মিয়ানমার সীমান্তে বাণিজ্য কেন্দ্র দখল করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)। খবর মিয়ানমার নাও এর।

মংগলবার( ৯এপ্রিল) পত্রিকাটির খবরে বলা হয়, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) যোদ্ধারা কাচিন সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, সোমবার কাচিন রাজ্যের মোমাউক টাউনশিপের সীমান্ত শহর লুয়েগেল (লুয়েজে বা লোই জে) সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। লুয়েগেল শহরে সীমান্ত বাণিজ্য স্থগিত করেছে। যেটি সীমান্ত বাণিজ্যের পাঁচটি প্রধান কেন্দ্রের মধ্যে একটি, তবে আগামী সপ্তাহগুলিতে এটি আবার শুরু করার অনুমতি দেয়ার সম্ভাবনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে যে, গত  ৫ এপ্রিল হতে চীন-মিয়ানমার সীমান্তে কেআইএ পতাকা উত্তোলন করা হয়েছে।

যাইহোক, কেআইএর মুখপাত্র কর্নেল নও বু মঙ্গলবার গণমাধ্যমকে বলেন,  চীনের ইউনান প্রদেশের সাথে কাচিন রাজ্যের সীমান্তে অবস্থিত শহর থেকে সেনাবাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি) ১৪২ কে বিতাড়িত করার পরেই  কেআইএ সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। .

কর্নেল নাউ বু বলেন, “লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ১৪২ এর জান্তা সৈন্যরা সোমবার তাদের ঘাঁটি পরিত্যাগ করেছে। আমরা জানি না তারা কোথায় যাচ্ছে তবে আমরা তাদের অনুসরণ করছি। শহরটি কেআইএ-র সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে,” ।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ