25 C
আবহাওয়া
৩:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » আল্পস পর্বতমালায় তুষার ধসে ৪ জনের মৃত্যু

আল্পস পর্বতমালায় তুষার ধসে ৪ জনের মৃত্যু


বিএনএ ডেস্ক : ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও  ৯ জন।   রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে এ তুষারধস হয়।

বিবিসি বলছে, যারা নিহত হয়েছেন, তারা একটি পর্বতারোহী দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ওই চারজন ছাড়াও আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে। পাশপাশি তুষারধসে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

নিকটবর্তী কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেন, পাহাড়ের চূড়া থেকে তুষারপাতের একটি স্ল্যাব বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ তুষারপাত ঘটেছে।

ম্যাটেল আরও বলেন, তুষার ধসে যারা মারা গেছেন, তারা সবাই অনেক অভিজ্ঞ পর্বতারোহী ও গাইড ছিলেন। তারা আমাদের পরিচিত লোক। তাদের এমন আকষ্মিক মৃত্যুতে আমরা চরম শোকাহত।

২০১৪ সালে একই হিমবাহে তুষারধসে দুই ভাই মারা গিয়েছিলেন। তারা দুজনেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ