22 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে ঝড়ে গাছ ভেঙে ৭ প্রাণহানি

ভারতে ঝড়ে গাছ ভেঙে ৭ প্রাণহানি

ভারত

বিশ্ব ডেস্ক: ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে ভারতে অন্তত সাতজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের আকোলা জেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর- এনডিটিভি

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, রোববার সন্ধ্যায় আকোলার একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ঝড়-বৃষ্টিতে বিশাল একটি নিমগাছ টিনের চালার ওপর ভেঙে পড়ে। বৃষ্টির কারণে ওই টিনের চালার নিচে ঠাঁই নিয়েছিলেন ৩৫ থেকে ৪০ জনের মতো ভক্ত। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে আহতদের স্থানীয় আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস। সেই সঙ্গে একনাথ শিন্দের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ