বিএনএ, ঢাকা: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মোস্তফা কামাল (৩৭) নামে মাদক মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোস্তফা কামাল জামালপুরের মাদারগঞ্জ থানার ফাজিলপুর এলাকার মৃত জাফর আলীর ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার হাজতি নম্বর ছিল-২৮৯৫/২১।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে মোস্তফাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ থেকে ২০২১ সালের ২৬ আগস্ট তাকে এ কারাগারে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিএনএ/এমএফ
Total Viewed and Shared : 143