23 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪০

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪০

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪০

বিএনএ, ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৪০ জনের।

রবিবার (১০ এপ্রিল) আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনার খবর প্রকাশ হয়েছে। এই ঘটনাগুলোতে মোট ২ হাজার ১৭৩ জন আহত হয়েছেন।

নিহত ৪০ জনের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। বাকী ৩০ জনের কোন রাজনৈতিক পরিচয় ছিল না।

আসক জানায়, গত ১ মাসে সারাদেশে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ১৬টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে ২৫০ জন আহত হয়েছেন। এছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের ২টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন।

আসকের তথ্যমতে, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ৬টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯৪ জন আহত হন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ