বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে চার করোনা রোগী পুড়ে মারা গেছেন। শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে নাগপুরের ওই হাসপাতালে আগুন লেগেছিল। ঘটনার সময় হাসপাতালে ২৭জন রোগী ছিলেন।
আগুনে আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।
নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের ফায়ার সার্ভিসের প্রধান রাজেন্দ্র উখ ধারণা করছেন, এসি (শীততাপ নিয়ন্ত্রক) বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে। আহত ও অন্যরোগীদের পৃথক একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চলতি বছরের মার্চ মাসে করোনা হাসপাতালে আগুন লেগে ভারতের মুম্বাইয়ে ১০ জন এবং গত বছরের ৯ আগস্ট মাসে অন্ধ্রপ্রদেশে নয়জন মারা যান।
বিএনএ বাংলানিউজ২৪/এসজিএন