17 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » অধিনায়কত্বের মন্ত্র জানালেন পান্ত

অধিনায়কত্বের মন্ত্র জানালেন পান্ত


বিএনএ,স্পোর্টস ডেস্ক:শ্রেয়াস আইয়্যারের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব ঋষভ পান্তের কাঁধে। বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এটা একজন ক্রিকেটারের জন্য বড় চাপেরও বটে।

তরুণ পান্ত কীভাবে এই গুরুদায়িত্ব সামলাবেন। সম্প্রতি দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা পাকা করেছেন। মহেন্দ্র সিং ধোনির বিকল্পও ভাবা হচ্ছে তাকে।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শনিবার (১০ এপ্রিল) মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচকে সামনে রেখে কথা বলতে জানালেন নেতৃত্বের মন্ত্র। দলের সব সিদ্ধান্ত নেবেন কোচ হতে শুরু করে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ নিয়ে।

‘আমি আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান ও রবিচন্দ্রন অশ্বিনের মতো দলের সিনিয়রদের থেকে ফিল্ডার সেট হতে শুরু করে আমাদের কৌশলগত নানা সিদ্ধান্তের জন্য পরামর্শ নেব । আমি রিকি পন্টিং ও বোলিং কোচ জেমস হোপসের সঙ্গেও এই ব্যাপারে কথা বলবো।’

শতভাগ দেওয়ার চেষ্টা করবেন জানিয়ে পান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে আইপিএলে এটা আমার প্রথম ম্যাচ। আমি সবকিছুই শতভাগ দিয়ে স্বাভাবিক রাখার চেষ্টা করবো। উইকেটরক্ষক হিসেবে ফিল্ডার সেট করার অভিজ্ঞতা আছে এখন অধিনায়ক হিসেবে সরাসরি এটা করতে পারবো।’

তারুণ্য অভিজ্ঞতার মিশেলে গড়া দিল্লি দল। পান্ত মনে করেন এটা বাড়তি সুবিধা দেবে কোচেরও।

তিনি বলেন, ‘সিনিয়র-জুনিয়র ক্রিকেটারদের নিয়ে আমাদের দলটি তৈরি। আশা করি এটা পন্টিংয়ের জন্য সুবিধা হবে। আমরা এই বছর ভিন্ন কিছু করতে পারবো।’

দিল্লি স্কোয়াড:

ঋষভ পান্ত (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আবেশ খান, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, ললিত যাদব, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, ক্রিস ওকস, অ্যানরিক নরকিয়া, স্টিভেন স্মিথ, উমেশ যাদব, রিপল প্যাটেল, লোকমান হুসেন মেরিওয়ালা, এম সিদ্ধার্থ, টম কারান, স্যান বিলিংস, প্রবীন দুবে ও বিষ্ণু বিনোদ।

Loading


শিরোনাম বিএনএ