32 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » বনানীতে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ

বনানীতে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ


বিএনএ ঢাকা: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।সোমবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।  এ ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন  শ্রমিকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টসকর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অন্য আরেকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পর গার্মেন্টসকর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টসকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ