বিএনএ, ঢাকা: সাভারের আশুলিয়ায় বিভিন্ন অনিয়ম ও নিবন্ধন না থাকায় দুইটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১০ মার্চ) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় নিবন্ধন না থাকায় সাভারের আশুলিয়ার পলাশবাড়ি মহল্লায় অবস্থিত সোহেল স্কয়ার হাসপাতাল ও একই এলাকার তাবিল মেডিকেল হসপিটাল সিলগালা করা হয়েছে।
এ বিষয়ে ডা. সাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভারের আশুলিয়ায় দুইটি হাসপাতালে অভিযান চালাই। এদের মধ্যে সোহেল স্কয়ার হাসপাতালের কোনো নিবন্ধন নেই। তারা উপজেলা প্রশাসনকে দেখে ভেতরে রোগী রেখে বাইরে থেকে হাসপাতালে তালা দেয়। পরে ভবন মালিকের সহায়তায় তালা ভেঙে হাসপাতালে প্রবেশ করা হয়েছে। অন্যদিকে তাবিল মেডিকেল হসপিটালের নিবন্ধন না থাকায় হাসপাতাল সিলগালা করা হয়েছে।
বিএনএ/এমএফ/এইচমুন্নী