বিএনএ, চট্টগ্রাম: জমকালো আয়োজন, কয়েক হাজার শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি প্রাণবন্ত করেছে এ অনুষ্ঠানকে। ভাবতেই পারিনি গ্রামের মধ্যে এমন প্রতিষ্ঠান আছে। ভাড়া করা শিল্পী নাই, পেশাদারও নয়, স্কুল শিক্ষার্থীরা তারপরও নিখুঁত পারফর্ম করতে পারে। এককথায় বলি, সহ-শিক্ষা কার্যক্রম নিয়ে অনন্য অবস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বোয়ালখালীর সৈয়দপুর নুর কাশেম একাডেমির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই খালেদ মাহমুদ।
তিনি বলেন, জীবনের সাথে সংস্কৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। জীবনযাপনের পদ্ধতি থেকেই সংস্কৃতির উদ্ভব হয়। এসময় তিনি এ প্রতিষ্ঠানের যাবতীয় কর্মে ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দা দিলওয়ারা কাশেম।
স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. নুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মো. জাহেদুল হক, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম, চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, শেখ মো. সালাউদ্দিন, কৃষকলীগ নেতা মোজাম্মেল হক বকুল, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, শাহাদাত পারভেজ মিথুন, শিক্ষক আইয়ুব হোছাইন প্রমুখ।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে আলোচনা সভা। পুরো অনুষ্ঠানটিতে স্কুল শিক্ষার্থীরা নৃত্যে, গানে, নাটিকা, কৌতুকে মাতিয়ে রাখে। ৮ ঘন্টার এ অনুষ্ঠানে শিক্ষকরাও অংশ নেয়। ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, মো. ফজলুল কবির, ফুলু বিশ্বাস মিত্র, শওকত হোসেন, সেজুয়ান হোসেনের গান ও কৌতুক দর্শকরা দারুণ উপভোগ করেন।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/হাসনা