22 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৬

সাভারে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৬


বিএনএ, সাভার : আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মানাধীন ভবনের ছাদ ধসে ১৬ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার (১০ মার্চ) বিকাল ৫ টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকায় অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ১২ তলা ভবনের নির্মানাধীন ছাদ ধসে এ দুর্ঘটনা ঘটে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানটি আমাদের ফায়ার সার্ভিস অফিসের বিপরীত পাশে অবস্থিত। খবর পেয়ে ফায়ারম্যানদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ মুহাইমিনুল ইসলাম জানান, আজ বিকেল সাড়ে পাচটার দিকে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের দুর্ঘটনায় আহত ১৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। এর মধ্যে রাশেদুল ইসলাম নামের একজনের অবস্থা আশংকাজনক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ