বিএনএ, গাজীপুর : সরকারের ধীরে চলা নীতির কারণে নানা বিড়ম্বনায় দীর্ঘ (৩) তিন বছরেও পোশাক শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা সুবিধার প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গাজীপুর শিল্প অঞ্চলের পোশাক শ্রমিকরা।
বিভিন্ন সূএের তথ্যমতে জানাগেছে, এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইআই) নামে চালু হওয়া বীমার প্রাথমিক অর্থ ব্র্যান্ড ও বায়ারদের কাছ থেকে আসবে। পুরোদমে চালুর পর এটির দায়িত্ব কারখানা মালিকদের নিতে হবে।
পলপল গুরুপের পোশাক কারখানার শ্রমিক শামসুল হক বলেন, কারখানা মালিকরা উৎপাদনের কাজে সময় দেন কিন্তু শ্রমিকদের সুযোগ-সুবিদায় উদাসীনতা।
বাংলাদেশ গামেন্ট’স শ্রমিক ফেডারেশন এর নেতা বাবুল মিয়া বলেন, বিজিএমইএ এবং সরকারের নীতি একই রকম।
বিএনএনিউজ/এম. এস. রুকন, জেবি