29 C
আবহাওয়া
৫:২০ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » এ বছরও হচ্ছে না জব্বারের বলী খেলা

এ বছরও হচ্ছে না জব্বারের বলী খেলা

এ বছরও হচ্ছে না জব্বারের বলী খেলা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে এ বছরও করোনাভাইরাসের কারণে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা হচ্ছে না।বুধবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী এই তথ্য জানান।

তিনি বলেন, ১৯০৯ সাল থেকে প্রতি বছর ১২ বৈশাখ দেশের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় এবং জনসমাগম ঝুঁকিপূর্ণ থাকায় আগামী ১৪২৮ বাংলা ১২ বৈশাখ মেলা ও খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। গত বছরও এই মেলা ও খেলা স্থগিত করেছিল মেলা কমিটি।

এতে মেলা কমিটির সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, বলীখেলা ও মেলা কমিটির সহ সভাপতি যথাক্রমে সাবেক কাউন্সিলর এম এ মালেক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর এস এম জাফর, সাবেক কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ