৭:০৫ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিআরবি ফ্যান্সিস সড়কে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পেছনে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিরা ওই এলাকায় যাত্রী ও পথচারীদের ছোরার ভয়-ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে আসছিল। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য।

গ্রেপ্তার পাঁচজন হলো- মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রকাশ ইব্রাহীম (২৫), মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭) এবং মো. আলমগীর হোসেন (৩৬)।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম জানান, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ