বিএনএ, বিশ্বডেস্ক: সার্বিয়ার বেলগ্রেদে রাস্তা ও সেতু অবরোধ করে বিক্ষোভ করেছে দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটি ট্রেন স্টেশনে কংক্রিটের ছাউনি ভেঙে পড়ে ১৫ জন নিহতের ঘটনার ১০০ দিন পূর্তি উপলক্ষে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এপি বলেছে, সার্বিয়ার রাজধানীতে সাভা নদীর উপর অবস্থিত গাজেলা বা গাজেল সেতু ৭ ঘণ্টা অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এতে অনেক স্থানীয় বাসিন্দাও যোগ দেন। একইসঙ্গে নোভি সাদে তিন ঘন্টা গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে তারা। অন্যদিকে নিসের শিক্ষার্থীরা দক্ষিণ শহরের প্রবেশপথে একটি হাইওয়ে পে টোল স্টেশন অবরোধ করে।
গত ১ নভেম্বর নোভি সাদে একটি ট্রেন স্টেশনের কংক্রিটের ছাউনি ভেঙে পড়ে ১৫ জন নিহতের ঘটনার বিচারের দাবিতে এ বিক্ষোভ করেন ধর্মঘটরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার জন্য সরকারের দুর্নীতিকে দায়ী করেছে সমালোচকেরা।
দুর্নীতিবিরোধী বিক্ষোভ কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিদ্রোহে পরিণত হচ্ছে। তিনি বিক্ষোভকারীদের বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ করেছেন এবং ‘রঙিন বিপ্লব (কালারড রেভ্যুলেশন)’ নামে অভিহিত করে এই বিপ্লবকে ব্যর্থ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শিক্ষার্থীদের নেতৃত্বাধীন এই আন্দোলন ইতোমধ্যেই ভুসিকের মিত্র প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ এবং তার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে।
বিএনএনিউজ / আরএস/শাম্মী