বিএনএ, গাজীপুর: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শরিক হতে ৬১ দেশের সাত হাজার ৮৪৮ জন মেহমান ময়দানে এসেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, ভারত, আফগানিস্তান, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, ব্রুনাই, কানাডা, চীন, ক্যামেরুন, কঙ্গো, মিসর, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, জর্দান, কাজাখস্তান, কেনিয়া, কুয়েত, কিরগিজিস্তান, লেবানন, মালয়েশিয়া, মৌরিতানিয়া, মরক্কো, মিয়ানমার, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, রাশিয়া, সৌদি আরব, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, সুদান, সুইডেন, তানজানিয়া, থাইল্যান্ড, উগান্ডা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ভিয়েতনাম, ইয়েমেনসহ ৬১টি দেশ থেকে ৭ হাজার ৮৪৮ জন মেহমান এসেছেন।
বিএনএনিউজ/ বিএম