34 C
আবহাওয়া
৬:২৭ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৪
Bnanews24.com
Home » হজ নিবন্ধনের বাকি টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার অনুরোধ

হজ নিবন্ধনের বাকি টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার অনুরোধ

ধর্ম মন্ত্রণালয়

ঢাকা:  প্রাথমিক নিবন্ধনকারী সকল হজযাত্রীকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়ার জন্য অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শনিবার(১০ ফেব্রুয়ারি ২০২৪) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এই অনুরোধ জানিয়েছে।

বলা হয়েছে, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহন চুক্তি প্রভৃতি আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে। এ কারণে ২০২৪ সালে দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদেরকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দিতে হবে।

চাঁদ দেখা-সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

চলতি বছর চতুর্থ দফা সময় বাড়িয়েও হজের নির্ধারিত কোটা পূরণ হয়নি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ হজযাত্রী।

জানা গেছে, চলতি ২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দু’টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে  সর্বনিম্ন প্যাকেজের মূল্য পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। বিশেষ প্যাকেজের মূল্য নয় লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দু’টি প্যাকেজের মূল্য যথাক্রমে পাঁচ লাখ ৮৯ হাজার আট শ’ টাকা এবং আট লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। যদিও গত বছরের চেয়ে এ বছর সর্বনিম্ন প্যাকেজের মূল্য এক লাখ চার হাজার ১৬০ টাকা কমানো হয়েছে।

বিএনএ,এসজিএন/ হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ