Bnanews24.com
Home » সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ড: আরও এক মৃত্যু
টপ নিউজ সব খবর

সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ড: আরও এক মৃত্যু

সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ড: আরও এক মৃত্যু

বিএনএ, বরগুনা : বরগুনার ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বঙ্কিম মজুমদার (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, ঝালকাঠি এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বঙ্কিম মজুমদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। তবে তিনি দগ্ধের কারণে মারা যাননি। তার কিডনি বিকল হয়েছিল। এ পর্যন্ত তিনি তিন বার ডায়ালাইসিস করেছেন তিনি।

গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৪৮ জনের মরদেহ এসেছে বরগুনায়। এ অগ্নিকাণ্ডের  ঘটনায় বরগুনা, ঝালকাঠি ও ঢাকায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় লঞ্চের মালিকসহ পাঁচজন কারাগারে রয়েছেন।

বিএনএ/ ওজি