22 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ‌বিএনএ সম্পাদ‌কের জন্ম‌দি‌নে শু‌ভেচ্ছা

‌বিএনএ সম্পাদ‌কের জন্ম‌দি‌নে শু‌ভেচ্ছা

‌ বাংলা‌দেশ নিউজ এজেন্সি (বিএনএ)  ও bnanews24.com  সম্পাদ‌ক মিজানুর রহমান মজুমদা‌রের

‌ বাংলা‌দেশ নিউজ এজেন্সি (বিএনএ)  ও bnanews24.com  সম্পাদ‌ক মিজানুর রহমান মজুমদা‌রের জন্ম‌দি‌নে বৃহস্প‌তিবার (১০ফেব্রুয়া‌রি)দুপু‌রে বিএনএ সাংবা‌দিক ও কর্মচারী‌দের পক্ষ থে‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌নো হয়।

পোর্টল‌্যান্ড গ্রু‌পের প‌রিচালক
bna news 24 editor

এ সময় পোর্টল‌্যান্ড গ্রু‌পের প‌রিচালক হা‌দিদুর রহমান, র‌বিউল হো‌সেন বাবু, উপপ‌রিচালক মাজহার উ‌দ্দিন রা‌কিব, পোর্টল্যান্ড প্রপার্টিজের আবদুল আজিজ ও এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন।

তাছাড়া পোর্টল‌্যান্ড গ্রু‌পের প‌রিচালকবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীগণ পৃথকভা‌বে গ্রু‌পের এম‌ডি‌কে জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা জ্ঞাপন ক‌রেন। এ সময় পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজার (একাউন্ট) মাইনুদ্দিন লিটন, ম্যানেজার ( এডমিন) আবদুল্লাহ মাহমুদ, সহকারী ম্যানেজার ( এডমিন) জাফর ইকবাল, নুর নবী, এস এম মেহেদী, আসিফ মুনতাসির তিলাত, এ কে এম এহসানুল হক, অনুপম দাশ সহ গ্রু‌পের বি‌ভিন্ন বিভা‌গে কর্মরত কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

port-land-গ্রুপ-workers

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ