15 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি কিনলেন ইঞ্জিনিয়ার হাবিবুর

ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি কিনলেন ইঞ্জিনিয়ার হাবিবুর

ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি কিনলেন ইঞ্জিনিয়ার হাবিবুর

টানা দেড় ঘন্টা নিলাম কার্যক্রম শেষে ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি কিনলেন ইঞ্জিনিয়ার হাবিবুর। ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় কেনেন তিনি। গাড়িটির ভিত্তি মূল্য ধরা হয়েছিলো ১ কোটি ৬০ লাখ টাকা। আরও ৬টি গাড়ির নিলাম প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকার ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গাড়িগুলোর উন্মুক্ত নিলাম শুরু হয়।

ইভ্যালির বিলাসবহুল সাতটি গাড়ির নিলাম
ইভ্যালির বিলাসবহুল সাতটি গাড়ির নিলাম

নিলামে রেঞ্জ রোভার গাড়িটির জন্য ১৫ জন দর হাঁকিয়েছেন। এর মধ্যে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যবসায়ি সর্বোচ্চ ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দর হাঁকিয়ে গাড়িটি কিনে নেন। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর ১ কোটি ৬০ লাখ টাকা ধরা হয়।

নিলামের তালিকায় থাকা অন্য ৬ গাড়ি হল — একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, টয়োটা সিএইচআরের দর ১৮ লাখ টাকা, টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।

আদালত গঠিত বোর্ডের সদস্যরা ইভ্যালির বিলাসবহুল সাতটি গাড়ির নিলাম শুরু করেন।

আরও পড়ুন : ৮টি বিভাগে ৮টি ক্যানসার হাসপাতাল স্থাপনে কাজ চলছে-স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ নিউজ২৪,এ আর, জিএন

Loading


শিরোনাম বিএনএ