বিএনএ,চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। একইসঙ্গে অননুমোদিত ওষুধ বিক্রয় করায় একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বায়েজিদ ও চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাীহ্ ও সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা।
পাপীয়া সুলতানা লীজা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে তিন প্রতিষ্ঠান এবং অননুমোদিত ওষুধ বিক্রয় করায় একটি ফার্মেসিকে জরিমানা করা হয়। ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, বায়েজিদ থানার শেরশাহ বাজারের মেসার্স জহুর ফার্মেসীকে অননুমোদিত ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করে অননুনোদিত ঔষধ ধ্বংস করা হয়। চকবাজার থানার চক মালঞ্চ হোটেলকে চরম নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় ৫০ হাজার টাকা, একই থানার লালচাঁদ রোডের হাজী ফয়েজ বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় ২০ হাজার টাকা এবং রাতুল কিচেনকে একই আপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিএনএনিউজ/মনির