বিএনএ, ঢাকা : আজ ঢাকার বাতাস একিউআই মানদণ্ডে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় একিউআই স্কোর ২১৯ নিয়ে ‘চতুর্থ’ অবস্থানে উঠে আসে শহরটি। মারাত্মক স্বাস্থ্য হুমকির কথা উল্লেখ করে একিউআই সূচকে বলা হয়েছে, এ বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’।
মিশরের কায়রো, দিল্লি ও নেপালের কাঠমান্ডু যথাক্রমে ৩৫২, ২৪২ ও ২৩১ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
বিএনএনিউজ/এইচ.এম।