স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংস জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। টানা দ্বিতীয় ম্যাচ জিতে বন্দরনগরীর দলটি তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে। বিপরীতে ঢাকা ক্যাপিটালসের টানা পঞ্চম হার যেন তাদের হতাশার গল্প আরও দীর্ঘ করল। আসরে ছয়টি ম্যাচ খেলেও এখনো জয় অধরাই থাকল ঢাকার জন্য।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম কিংস ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। সাব্বির রহমান ও তানজিদ হাসানের ব্যাটিং নৈপুণ্যে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে তারা। তবে এটি চট্টগ্রামের বিপক্ষে যথেষ্ট হয়নি। ১৯.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম।
ঢাকার ব্যাটিং:
ঢাকার ইনিংসের শুরুটা ভালো হয়নি। ওপেনার জেসন রয় (১) ও স্টিভেন এসকেনাজি (৫) দ্রুত বিদায় নেন। শাহাদাত হোসেন দিপু (৯) দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ হন। তবে অন্যপ্রান্তে ইনিংস গড়ে তোলেন তানজিদ হাসান। ৪৮ বলে ৫৪ রান করে আউট হন তিনি।
এরপর ঢাকার হয়ে ঝড় তোলেন সাব্বির রহমান। দীর্ঘ সময় পর ফর্মে ফিরে আসা সাব্বির মাত্র ৩৩ বলে অপরাজিত ৮২ রান করেন। তার ইনিংসে ছিল ৯টি বিশাল ছক্কা। তানজিদের সঙ্গে চতুর্থ উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন তিনি। শেষদিকে ফরমানুল্লাহ সাফি (১০) কিছুটা অবদান রাখেন।
চট্টগ্রামের হয়ে বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন খালেদ আহমেদ। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তিনি ৩টি উইকেট শিকার করেন।
চট্টগ্রাম:
১৭৮ রানের তাড়ায় চট্টগ্রাম শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে। উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন পারভেজ হোসেন ইমন ও উসমান খান। ইমন ১৭ রানে আউট হলেও উসমান খান অর্ধশতক তুলে নেন। তবে আগের ম্যাচে সেঞ্চুরি করা উসমান এই ম্যাচে ৩৩ বলে ৫৫ রানে থামেন।
ওয়ান ডাউনে নামা গ্রাহাম ক্লার্ক ৩৯ রান করে দলের স্কোরকে আরও এগিয়ে নেন। ১৬.৪ ওভারে ১৪৪ রানে ৩ উইকেট হারানোর পর চাপ কিছুটা বাড়লেও মোহাম্মদ মিঠুন ও শামিম হোসেন দারুণভাবে সেটি সামাল দেন।
শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারে শামিম এক ছক্কা ও দুটি চারের সাহায্যে খেলার মোড় ঘুরিয়ে দেন। শেষ ওভারে দরকারি ৫ রান ৩ বল বাকি থাকতেই তুলে নেন চট্টগ্রামের দুই ব্যাটসম্যান।
ঢাকার হয়ে মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট শিকার করেন।
ফিরে আসা সাব্বির:
ঢাকার হয়ে এই ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাব্বির রহমান। দীর্ঘদিন পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটি তুলে নিলেন তিনি। ২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর প্রথমবার তিনি এমন ইনিংস উপহার দিলেন। সাব্বির মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করেন। তার এই ঝড়ো ইনিংস ঢাকাকে বড় স্কোর করতে সাহায্য করলেও তা দলের জন্য জয়ের রূপান্তর ঘটাতে পারেনি।
টানা দ্বিতীয় জয় নিয়ে চট্টগ্রাম কিংস এখন আত্মবিশ্বাসী। অন্যদিকে, টানা পঞ্চম হার ঢাকার জন্য অশনিসংকেত। বিপিএলে ঢাকার সামনে নিজেদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা ক্রমশ কঠিন হয়ে উঠছে।
বিএনএনিউজ২৪, এসজিএন