17 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীকে এফবিসিসিআইয়ের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে এফবিসিসিআইয়ের অভিনন্দন


বিএনএ, ঢাকা : দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে বুধবার(১০ জানুয়া‌রি) গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তারা। এসময় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এফবিসিসিআই নেতারা।

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি। এসময় দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার কথা পুনর্ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন, পরিচালক ড. মুনাল মাহবুব প্রমুখ।

এস‌জিএন, বিএন এ নিউজ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ