বিএনএ, ময়মনসিংহ:ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৫ ইটভাটা মালিককে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।মঙ্গলবার (১০ জানুয়ারী) জেলার ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল ইসলাম।
জরিমানা করা ইটভাটাগুলো হলো, হামিদ ব্রিকস ৬ লাখ, দোয়েল ব্রিকস ৬ লাখ, এম জে এ ব্রিকস ৪ লাখ, আলম ব্রীকস ৬ লাখ এবং জাহিদ ব্রীকস ৪ লাখ টাকা।
অভিযানে আইন অমান্য করে এবং কোন নিয়মনীতি না মেনে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে ইটভাটা মালিকদের জরিমানা করা হয়।অভিযানে দুটি অবৈধ ইটভাটাকে ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর উপপরিচালক রুবেল মাহমুদ বলেন, এসব ইটভাটা আইন ভঙ্গ করে পরিচালনার অভিযোগে পরিবেশ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
বিএনএ/ হামিমুর রহমান,ওজি