16 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে কোদাল দিয়ে চাচাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে কোদাল দিয়ে চাচাকে কুপিয়ে হত্যা


বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলায় আওলাদ হোসেন (৭০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে। সোমবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আওলাদ ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে। নিহতের ভায়েরা মতলেবুর রহমান জানান, ১০ কাঠা জমি নিয়ে বড়ভাই নিয়ামত আলীর তিন ছেলে জহর আলী, শহিদুল ইসলাম ও মহিদুল ইসলামের সঙ্গে বিবাদ চলছিল আওলাদ হোসেনের। দুপুরের পর আওলাদ মাঠে কাজ করছিলেন। এসময় তার বড় ভায়ের তিন ছেলে মাঠে গিয়ে কোদাল দিয়ে পিটাতে থাকেন। এক পর্যায়ে মাথায় কোদালের আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহত হওয়ার সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমি ঘটনাস্থলেই আছি। হত্যাকারিদের আটকে অভিযান চালানো হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ