27 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ভাই ওবায়দুল কাদেরও সঙ্গে নেই: কাদের মির্জা

ভাই ওবায়দুল কাদেরও সঙ্গে নেই: কাদের মির্জা

ভাই ওবায়দুল কাদেরও সঙ্গে নেই: কাদের মির্জা

বিএনএ,নোয়াখালী:কেন্দ্রীয় আওয়ামী লীগ তার পক্ষে নেই জানিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন,ভাই ওবায়দুল কাদেরও তার সঙ্গে নেই।

রোববার (১০ জানুয়ারি) বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় দেয়া বক্তব্যে তিনি আরও বলেন,মুঠোফোনে যুব মহিলা লীগের পরিচয় দিয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছে।প্রশাসনকে জানানো হয়েছে তারা কোনও ব্যবস্থা নেয়নি।তাহলে এই মহিলার হাত অনেক শক্তিশালী,নইলে প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন?

আবদুল কাদের মির্জা বলেন,৪৭ বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।মাহবুব উল আলম হানিফ বললেন দায়িত্বশীলতার ঘাটতি আছে।কুষ্টিয়াতে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে,তখন তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন?

বসুরহাট পৌর নির্বাচনকে অন্যায়ের প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছেন-জানিয়ে তিনি বলেন এটাই সত্য। নির্বাচন তার কাছে মুখ্য নয়।এভাবে চলতে দেয়া যায় না।অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

নিজের বড় ভাইয়ের প্রতি দুর্বলতার কথা জানিয়ে এই মেয়র প্রার্থী বলেন,তিনি একটি জায়গায় দুর্বল। ওবায়দুল কাদের অসুস্থ।তিনি মারা যাবেন যখন বলেন,তখন দুর্বল হয়ে যান।ওবায়দুল কাদেরকে বুঝতে হবে, তিনি জাতীয় নেতা।আওয়ামী লীগের মতো দলের দুই বারের সাধারণ সম্পাদক।

আবদুল কাদের মির্জা বলেছেন, যে ব্যক্তি তাকে পাগল ও উন্মাদ বলেছেন তিনি গোপালগঞ্জের এমপি। যেখানে ৯৯ পারসেন্ট মানুষ আওয়ামী লীগ করেন। তিনি তো নিজের যোগ্যতায় এমপি হননি।আওয়ামী লীগ করেন, সে কারণে এমপি হয়েছেন।

এই মেয়র প্রার্থী বলেন,নোয়াখালীর ডিসি, এসপি, জেলা নির্বাচন অফিসার আজ ষড়যন্ত্র করছে। দলের নেতাদের অনেকের গায়ের জোর ও বল সবসময় থাকবে না।বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছেন, আর তার কন্য শেখ হাসিনা পারবেন এ দেশের মানুষের ভোটের অধিকার দিতে।সম্রাট,জিকে শামীম ও পাপিয়াদের পৃষ্ঠপোষকদের বিচার করতে হবে।তাহলে দেশে শান্তি আসবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। সরকারের নীতিনির্ধারকদের সিদ্ধান্ত নিতে হবে এমপি থেকে ইউনিয়ন মেম্বার পর্যন্ত জনপ্রতিনিধি কেউ মাদকসেবী ও নারী কেলেংকারি হলে দলের মনোনয়ন যাতে না পায়।দলের কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত কোনো পদে কেউ আসতে পারবে না এ ঘোষণার পাশাপাশি সরকারি ও বেসরকারি চাকরি দেয়ার সময় ডোপ টেস্ট করার দাবি জানান তিনি।

এছাড়া,নোয়াখালী,ফেনীর অপরাজনীতি,দুর্নীতির বিরুদ্ধে এবং গ্যাসের অধিকারের জন্য প্রতিবাদ করবেন বলেও জানান কাদের মির্জা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ