বিএনএ,ঢাকা: স্বাধীনতার ৫০ বছর পরও এখনও বিজয়ের শত্রুরা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।জনগণকে সঙ্গে নিয়ে তাদের এই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রোববার (১০ জানুয়ারি) ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর ওবায়দুল কাদের আরও বলেন,বঙ্গবন্ধুর নৃসংশ হত্যাকান্ডের পর বদলে যাওয়া বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে।এই বিজয়ের সুফলকে নস্যাৎ করতে সাম্প্রদায়িক অপশক্তি এখনও তৎপর।এদের বিরুদ্ধে সতর্ক সবাইকে থাকতে হবে।কাজেই, বিজয়কে সুসংহত করতে হলে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।
এছাড়া, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে বিজয়কে সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রোববার ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের।পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনএনিউজ/আরকেসি