30 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় প্রাণ গেল আরও ২৫ জনের

করোনায় প্রাণ গেল আরও ২৫ জনের

বিশ্বে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৪ হাজার ৮১৩ জনের

বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৫ জন মারা গেছে। এ নিয়ে মারা গেছে  সাত হাজার ৭৮১ জন। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এ পর্যন্ত মোট শনাক্ত  ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন।

রোববার(১০ জানুয়ারী)   স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় , গত ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও ৭৩৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জনে। এ ছাড়া , গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৮ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৭,৭৮১ জনের মধ্যে ৫ হাজার ৯১২ জন পুরুষ ও ১,৮৬৯ জন নারী।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ।  এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ